নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর শ্রীশ্রী কালাচান ঠাকুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম ও লীলা যজ্ঞ অনুষ্টান গতকাল রবিবার দুপুরে সম্পন্ন হয়েছে। এতে কীর্তন পরিবেশন করেন নেত্রকোনার আখি সম্প্রদায়, সুনামগঞ্জের গোপিনাথ নাথ সম্প্রদায়, সিলেটের রাধা রমন সম্প্রদায়, নবীগঞ্জের হরে কৃষ্ণ সম্প্রদায়। কীর্তন কমিটির সভাপতি রনজিত দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীনেশ দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, করগাঁও ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি হরি পদ দাশ। এ সময় কীর্তন কমিটির উপদেষ্টা মিহির দাশ, তপন দাশ, সহ-সভাপতি সুবিনয় দাস মনিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে। অনুষ্টানস্থলে সুমেশ^রী সম্প্রদায়ের পরিচালনায় ভক্তের অধীন ভগবান ধর্মীয় নাটক মঞ্চস্থ করা হয়।