স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ নোয়াগাও গ্রামে বিষপানে ভিংরাজ মিয়া (৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত সত্তার আলীর পুত্র।
গত শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে সে বিষপান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে সে মারা যায়। গতকাল রবিবার সকালে সদর থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্ত করে। এরপর পরিবারের জিম্মায় তার লাশ হস্তান্তর করা হয়। তিনি জানান, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে কিছু বলা যাবে না।