স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইলে গণিত প্রিমিয়ার ক্রিকেটলীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পইল ইউনিয়ন পরিষদ মাঠে ফাইনালে ফেমিং টাইগার্স ও যোগ বিয়োগ ক্লাব অংশ গ্রহন করেন। প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলায় ফেমিং টাইগার্স যোগ বিয়োগ ক্লাবকে ৬৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। পইল গণিত কাবের সভাপতি চন্দন মনি পালের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পইল ইউনিয়নের চেয়ারম্যান ও প্রিমিয়ার লীগের পৃষ্টপোষক সৈয়দ মইনুল হক আরিফ, বিশিষ্ট মুরুব্বি হাজী আম্বর আলী, পইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবু, মানিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সফিকুল ইসলাম, পইল গনিত ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট ইমরান হোসেন রুহেল, নাছের রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক সুমন মিয়া। সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, ইউপি মেম্বার দুদু মিয়া, অনুর্ধ্ব ২৩ জাতীয় দলের ফুটবলার সোহেল মিয়া, কাউছার আহমেদ অপু প্রমুখ। সভাশেষে প্রধান অতিথিবৃন্দরা বিজয়ীদলের নিকট ক্রেস্ট ও প্রাইজমানি এবং সৈয়দ আহমদুল হক, সৈয়দ মইনুল হক আরিফ, চন্দন মনি পাল, মোহাম্মদ নুর উদ্দিন এবং সোহেল মিয়াকে গনিত ক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।