স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাহমুদাবাদে বাউন্ডারীর ভেতর থেকে ক্রিকেট খেলার বল আনতে গিয়ে দেয়াল ধ্বসে রিমন মিয়া (১৫) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তানিম (১৭) নামের অপর এক ছাত্র আহত হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল ওই সময় আব্দুস সহিদের পুত্র ৮ম শ্রেণীর ছাত্র রিমন মিয়া ও শাহ হেলালের পুত্র তানিমসহ কয়েকজন ওই এলাকার সহিবুর রহমানের বাসার পাশে। এক পর্যায়ে খেলার বলটি বাউন্ডারীর ভেতরে চলে যায়। তখন উল্লেখিত দুইজন সুুহিবুর রহমানের বাউন্ডারীতে উঠে বল আনতে যায়। তখন দেয়ালটি ধ্বসে পড়ে এবং দুই জন গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রিমন মিয়াকে মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে সদর থানার এসআই মফিজুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লাশের সুরতহাল শেষে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।