প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানোর মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী জেলার সকল সাংগঠনিক ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরবর্তীতে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহীর পরিচালনায় এক পরামর্শন সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ধ্র“ব জ্যোতি দাশ টিটু, হবিগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব রনি, জেলা ছাত্রলীগের সাবেক উপ প্রচার সম্পাদক মহিবুর রহমান পিপলু, সাবেক উপ অর্থ সম্পাদক মুর্শেদ আহমেদ, সাবেক উপ আইন বিষয়ক সম্পাদক কাদির আহমেদ, উপ সম্পাদক কাউছার আহমেদ, সহ সম্পাদক আলাউদ্দিন, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি গাজিউর রহম্না ইমরান, সাধারণ সম্পাদক ফখরুল হামিদ, লাখাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট খোকন গোপ, সাধারণ সম্পাদক তৌহিদ মোল্লা, মাধবপুর উপজেলা সভাপতি আনু মোঃ সুমন, চুনারুঘাট উপজেলার আহবায়ক সোহেল আরমান, যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ, সাইদুর আলমগীর, রিপন আহমেদ, বাহুবল উপজেলা সভাপতি জুনায়েদ আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, আজমিরীগঞ্জ উপজেলা সভাপতি টিপু আহমেদ প্রমুখ।
পরামর্শ সভায় জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান বলেন, স্বাধীনতার আন্দোলনসহ দেশের সকল অর্জনের সাথে ওতোপ্রতোভাবে জড়িত বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের প্রতিটি কর্মী সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে কাজ করে। এরই ধারাবাহিকতায় সকল প্রতিহিংসার উর্ধ্বে থেকে সাধারণ ছাত্রছাত্রীদের মনজয় করেই এগিয়ে যাবে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ।
সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী বলেন, ছাত্রলীগের শ্লোগান হবে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুহিবুর রহমান এবং ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী দেশরতœ শেখ হাসিনা’র নামে। জাতির পিতার আদর্শকে সামনে রেখেই আমরা এগিয়ে যেতে চাই।