নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় সেভ দ্যা চিলড্রেন এর অর্থ ও কারিগরী ব্যবস্থাপনায় আরডিআরএস বাংলাদেশ পরিচালিত শিখন কর্মসূচীর উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৪ পালন করা হয়েছে। সপ্তাহব্যাপী কার্য্যক্রমের শুরুতেই উপজেলা শিক্ষা অফিস আয়োজিত র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহন, শিখন স্কুল ও কমিউনিটি পর্যায়ে র্যালী ও আলোচনা সভা। আলোচানা সভায় শিক্ষার্থীদের সময়মত ভর্তি এবং বিশেষ করে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে করনীয় সম্পর্কে জোর দেওয়া হয়।