স্টাফ রিপোর্টার ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিড়ম্বনায় পড়েছেন এক আনসার সদস্য। ফেসবুকে চাকরি সরকারিকরণের দাবি সংক্রান্ত উস্কানীমূলক পোস্ট দেওয়ার অভিযোগে পুলিশের হাতে আটক হয়ে তাকে থানা হাজতবাস করতে হয়েছে। আটক আনসার সদস্যের নাম শফিকুল ইসলাম (২২)। তিনি কুমিল্লা জেলার গুনাইঘর এলাকার আব্দুল মালেকের ছেলে। তার আইডি নম্বর- ১৯০০৭০০৩৪। তিনি হবিগঞ্জে কর্মরত ছিলেন। গত বুধবার দিবাগত রাতে হবিগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গঠনের লক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে কার্যকর উদ্যোগ নেয়ার উপর জোর দেয়া হয় সভায়। অনেক ব্যস্ততায় থাকার কারনে অনেকের এপোলজির পরও সভায় উপস্থিত ছিলেন ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরী, এ রহমান অলি, গৌরব রায় মিথুন, বিপ্লব পাল, বশির উদ্দিন মাহমুদ, সালেহ আহমেদ, মোফাজ্জল হাসান (শ্যামল) ও মোঃ নিয়ামুল হক (মাক্সীম) প্রমুখ।