বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পদোন্নতি জনিত বদলী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের পক্ষে থেকে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ পদোন্নতি পেয়ে সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট আবদুল মজিদ খান। ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হকের সভাপতিত্বে ও শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাওছার শোকরানার সঞ্চালনায় বক্তব্য দেন, সংবর্ধিত ব্যক্তি ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ, পিআইও প্লাবন পাল, প্রাথমিক শিক্ষা কর্মকতা মোঃ ছাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আহাদ মিয়া, গিয়াস উদ্দিন, আনোয়ার হুসেন, হাবিবুর রহমান, রেখাছ মিয়া, ফজলুর রহমান খান, আবদুল কদ্দুছ শামীম, শাহ সৈকত আরেফীন সেলিম, এরশাদ মিয়া, মধু মিয়া তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আবদুল খালেক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল প্রমূখ।