চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের মৃত আঃ সহিদের স্ত্রী ও সাংবাদিক আলহাজ্ব এম এ আউয়ালের মাতা মোছাঃ আজব চাঁন (৮৫) বুধবার বিকাল ৩টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী….রাজিউন)। মরহুমার জানার নামাজ গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে স্থানীয় জনপ্রতিনিধি সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে সহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজ শেষে মরহুমাকে পাারিবারিক কবরস্থানে দাফন করা হয়।