স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় সরকারী জমি দখল করাকে কেন্দ্র করে গ্রামবাসীর একাংশ ও পুলিশ সংঘর্ষে ৩জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রাম সংলগ্ন একটি টিলায় সংঘর্ষের এ ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে সুন্দ্রাটিকি গ্রামের যে চার শিশুকে হত্যা করাছিল তন্মধ্যে নিহত শিশু মনির মিয়ার পিতা আব্দাল (৩৫) ও একই গ্রামের হাবিব উল্লাহ (২৮)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এবং গুলিবিদ্ধ ইদ্রিস আলী (৭০)কে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া রেনু মিয়া (৩০), সোহেল মিয়া (২৫), বিলাল মিয়া (৩০), আব্দুল কদ্দুছ (৪৪), মোজাম্মেল (২৮) কে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের পার্শ্বে সরকারী পতিত টিলা রামপুর চা বাগান কর্তৃপক্ষ লিজ নেয়। এ খবর পেয়ে সুন্দ্রাটিকি গ্রামের এক অংশের লোকজন সরকারী লিজ কৃত জায়গায় মঙ্গলবার দিবাগত রাতে টিন দিয়ে দুটি ঘর নির্মাণ করে দখল করে নেয়। এদিকে রামপুর চা বাগান কর্তৃপক্ষ বিষয়টি র্যাব-৯ শ্রীমঙ্গল ও বাহুবল মডেল থানাকে অবহিত করলে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিনের নেতৃত্বে তারা ঘটনাস্থলে পৌঁছেন।
এদিকে জায়গার কাগজপত্র হাতে নিয়ে তৈরিকৃত ঘরের আশপাশে দাড়িয়ে দখল নিশ্চিত করতে প্রস্তুত গ্রামবাসীর একাংশের লোকজন। এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার ওই সরকারী ভূমি থেকে গ্রামবাসীদের সরে যেতে বললে তারা যেতে চায়নি। এক পর্যায়ে গ্রামবাসী একত্রিত হয়ে প্রশাসনের উপর হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ অর্ধশতাধিক শর্টগান ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ১০ জন আহত হয়।
গ্রামের শাহজাহান মিয়া দাবি করেন এই জমি আমাদের। এর কাগজপত্রও আছে। ইউএনও স্যারকে কাগজ দেখতে বললেও তিনি কাগজ দেখতে রাজি হননি।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দীন বলেন, এই জায়গাটি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ কয়েকবার বসেছি। এক পর্যায়ে আমরা তাদেরকে ৮ একর জায়গা দেবার কথা বলার পরও তারা সরকারী ভূমি ছাড়ছেনা। তারা অতিরঞ্জিত করে সরকারী ভূমিতে ঘর তৈরি করেছে। আমরা বিকাল ৪টা থেকে এখন পর্যন্ত ঘটনাস্থলে আছি। বিকেল ৫টার দিকে র্যাবও ঘটনাস্থলে পৌছে।