স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে দুলন মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়। মৃত্যুবরণকারী দুলন মিয়া আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে। তিনি পেশায় ভাঙ্গারী ব্যবসায়ী ছিলেন।
গতকাল দুপুর ১টার দিকে ধুলিয়াখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে-ধুলিয়াখাল গ্রামের গফুর মিয়ার দুই ছেলে বশির মিয়া ও বাশার মিয়ার সঙ্গে জমি নিয়ে একই গ্রামের নুর মিয়ার ছেলে হামিদ মিয়া ও আউয়াল মিয়ার পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে গতকাল দুপুরে দুই পক্ষের লোকজন সংঘর্ষ লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়।
এদিকে সংঘর্ষ চলাকালে ভাঙ্গারী ব্যবসায়ী দুলন মিয়া সংঘর্ষ থামাতে এগিয়ে যান। এ সময় তিনি হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) ইকবাল বাহার জানান- লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আহতদের মধ্যে বশির মিয়া (৪১) ও বাশার মিয়াকে (৩২) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ২ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।