স্টাফ রিপোর্টার ॥ দলের প্রতি আনুগত্য প্রদর্শন করে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডঃ মোঃ কামাল উদ্দিন সেলিম। হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে গতকাল রবিবার হবিগঞ্জ পৌর বিএনপির এক জরুরী সভায় সেলিম হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ১৯দলীয় জোট সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের সমর্থনে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন। এসময় সেলিম ১৯ দলীয় জোট প্রার্থীর পক্ষে সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।
হবিগঞ্জ পৌর বিএনপির সভপতি আমিনুর রশীদ এমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক সেলিমের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ, জেলা বিএনপির উপদেষ্টা এম এ মন্নাফ, সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডাঃ আহমদুর রহমান আবদাল, ইসলাম তরফদার তনু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল হক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ নাহিজ, সহ দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, সমবায় বিষয়ক সম্পাদক এস এম বজলুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ ফজলুর রহমান, সহ প্রচার সম্পাদক এস এম আওয়াল, জেলা বিএনপির সদস্য সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা ছাত্রদলের ছাত্রদল আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল ও সৈয়দ মুশফিক আহমেদ, জেলা ওলামাদল সভাপতি ক্বারী কবির হোসেন, জেলা তাতী দল আহ্বায়ক এডঃ কামরুল ইসলাম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এডঃ সগীর আহমেদ সাজ্জাদ, ওলামাদল নেতা মাওঃ আব্দুল্লাহিল কাফী প্রমুখ। এছাড়া সভায় বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।