স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে মানববন্ধন করেছে জেলা বিএনপি। গতকাল সোমবার সকাল ১১টায় শহরে শায়েস্তানগর এলাকায় এ মানববন্ধন আয়োজন করে জেলা বিএনপি। দলের এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক মেয়র জি কে গউছ, জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মনজুর উদ্দিন আহমেদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, ছাত্রদল সভাপতি ইমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সদর উপজেলা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন প্রমুখ।