ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, নবীগঞ্জে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ও প্রয়াত এমপি দেওয়ান ফরিদ গাজীর অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে উপজেলা নির্বাচনে মহাজোট প্রার্থী আলমগীর চৌধুরীকে দোয়াত-কলম মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। নবীগঞ্জ একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে হলে উপজেলা নির্বাচনে মহাজোট মনোনীত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করতে আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও জাতীয় পার্টিসহ শরীক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি গতকাল নবীগঞ্জ শহরের শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমপি এডঃ আব্দুল মজিদ খান, এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, মরহুম সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীর পুত্র শাহনেওয়াজ মিলাদ গাজী, এডঃ সিরাজুল হক চৌধুরী, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ আলমগীর চৌধুরী প্রমূখ। পরে নতুন বাজার আব্দুল মতিন স্কোয়ারে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে এক আলোচনা সভায় নেতৃবৃন্দ নবীগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ আলমগীর চৌধুরীর দোয়াত-কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।