নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন-অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রশাসন বদ্ধপরিকর। যেকোন ধরনের সন্ত্রাসী ও মাস্তানী কর্মকান্ডকে বরদাস্ত করা হবেনা। তাই নির্বাচন কাজে নিয়োজিত সকল কর্মকর্তা, কর্মচারীদেরকে বিতর্কের উর্ধ্ব থেকে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। গতকাল রবিবার বিকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাচন আচরণ বিধিমালা সম্পর্কে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লূৎফর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার মনির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার জামিল, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল হুদা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোক্তাদির চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান, মোঃ আব্দুল হাই, আব্দুস সহিদ, মুজিবুর রহমান শেফু, মইনুল আমিন বুলবুল, মিজানুর রহমান চৌধুরী শামীম, ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ কামাল আহমদ, মাওলানা শাহ আলম, মাওলানা আশরাফ আলী, রঞ্জু দেব, শাহনুর চৌধুরী সোহান, মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষে তৌফিক আহমদ প্রমূখ। এ সময় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, তাদের প্রতিনিধি ও নির্বাচনে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লূৎফুর রহমান নবীগঞ্জ উপজেলায় ১১৫ টি কেন্দ্রে অবাধ ও সুষ্ঠুভাবে আগামী ২৩ মার্চ ভোট গ্রহনের জন্য সকল প্রকার প্রস্তুতির বিষয় অবগত করে নির্বাচন আচরণ বিধি মেনে চলে কার্যক্রম পরিচালনার জন্য সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।