স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলা নির্বাচনে শেখ বশীর আহমদকে বিএনপির একক প্রার্থী ঘোষনা করা হয়েছে। গত ৮ মার্চ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম শমসের মোবিন চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন স্বাক্ষরিত এক পত্রে শেখ বশীরকে বানিয়াচঙ্গ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে ঘোষনা দেয়া হয়েছে। এদিকে গতকাল রবিবার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বে) রুহুল কবির রিজভী অপর চেয়ারম্যান প্রার্থী নুরুল আমীন চৌধুরী ও আকাদ্দস হোসেন তালুকদার এর প্রার্থীতা প্রত্যাহার করার ব্যবস্থা গ্রহণসহ ওই দু’প্রার্থীকে শেখ বশিরের পক্ষে কাজ করার ব্যবস্থা করার জন্য টেলিফোনে স্থানীয় নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করেছেন।