স্টাফ রিপোর্টার ॥ উৎসব মুখর পরিবেশে জেলা ছাত্রলীগের সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা ছাত্রলীগের সম্মেলন শুরু হয়। শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
প্রায় ৪ বছর পর জেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে সকাল থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল সহকারে মাঠে জড়ো হতে থাকেন। বেলা ২ টায় সম্মেলন শুরু হয়। জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। বক্তৃতা করেন, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশেদ উদ্দিন সুজন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান সুমন, আনিসুল ইসলাম জুয়েল, জাহির আহমেদ খান, ইউসুফ উদ্দিন খান, সরকার জোবায়ের আহমেদ, সাজিদুর রহমান রাসেল, শাওন চৌধুরী, শাহ আবুল বাশার শুভ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আলগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, বাংলাদেশের ইতিহাসের সকল অধ্যায়ের সাথে জড়িত রয়েছে ছাত্রলীগ। ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের মুক্তিসংগ্রামে ছাত্রলীগের নেতারা সামনে ছিলেন। দেশের বর্তমান রাজনৈতিক অবস্থায় ছাত্রলীগের অনেক দায়িত্ব। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে ছাত্রলীগকে সু-সংগঠিত করা হচ্ছে। এই নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে আওয়ামীলীগের ভ্যান গার্ড হিসাবে ছাত্রলীগের নেতা-কর্মীদেরকে ভুমিকা রাখতে হবে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, বাংলাদেশর সবছেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্রলীগ সবসময় রাজপথে সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। অন্য সকল সংগঠনের জন্য ছাত্রলীগ উদাহরন সৃষ্টি করে যাচ্ছে। এতিমের টাকা আত্মসাৎ করে আদালতের শাস্তি পেয়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর বিএনপি দেশে যে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে তা মোকাবেলা করতে ছাত্রলীগকে মাঠে থাকতে হবে। সম্মেলন শেষে সন্ধ্যায় জেলা পরিষদ অডিটরিয়ামে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এর সঞ্চালনায় এই অধিবেশন অনুষ্টিত হয়।