স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাজা প্রদান করায় হবিগঞ্জে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেআইনী ভাবে পুলিশকে সরকারী কাজে বাধা প্রদান ও পুলিশকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আঘাত করার অভিযোগে পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রায় ৪শ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পৃথক দু’টি স্থানে সংঘটিত ঘটনা উল্লেখ করে দায়েরকৃত মামলায় অধিকাংশ নেতাকর্মীকে দু’টি মামলাই আসামীভূক্ত করা হয়েছে।
এর মধ্যে হবিগঞ্জ পৌরসভার ২নং পুল এলাকায় পুলিশের সরকারী কাজে বাধা প্রদান ও পুলিশকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আঘাত করার অভিযোগে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ রিংগনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, নেচ্ছাসেবকদল সহ বিভিন্ন সংগঠনের ৪৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জ সদর থানার এসআই মোঃ রকিবুল হাসান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ৩৬ নং মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামীরা হচ্ছে-জাকির হোসেন, শামীম মিয়া, ইব্রাহিম মিয়া, সদর উপজেলা যুবদলের অর্থ সম্পাদক এস এম মানিক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন, পৌর যুবদরে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম সেতু, জেলা যুবদল নেতা গোলাম মাহবুব, পৌর যুবদলের আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, জেলা যুবদল নেতা গোলাম কায়ছার ঝলক, সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি অলিউর রহমান, জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হান্নান, শাবাজ মিয়া, মাসুম মিয়া, আল-আমিন, জিন্নত আলী, কুতুব উদ্দিন, বাদশা সিদ্দিকী, রাসেল মিয়া, তারেক মিয়া, মতিউর রহমান, শাহাব উদ্দিন, মোহাম্মদ আলী, সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম, রুকন মিয়া, সৈয়দ রিয়াজ, সুমন মিয়া, মহসিন, নাজমুল হোসেন অলি, ওয়াহিদ মিয়া, কাজল মিয়া, ইমরান, রবিউল, কাজল মিয়া, সফিক, মামুন, হাবিবুর রহমান রিংকু, আরব আলী, ইকরাম চৌধুরী
অপর দিকে শহরের শায়েস্তানগর এলাকায় পুলিশের সরকারী কাজে বাধা প্রদান ও পুলিশকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আঘাত করার অভিযোগে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম, হবিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক পৌরকাউন্সিলর আবুল হাসিম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, কেন্দ্রীয় যুবদল সদস্য মহিবুল ইসলাম শাহীন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবল আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ রিংগনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, নেচ্ছাসেবকদল সহ বিভিন্ন সংগঠনের ৫২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জ সদর থানার এসআই মোঃ কামাল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ৩৫নং মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামীরা হচ্ছে-জেলা ছাত্রদল কর্মী কাউছার মিয়া, ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন, জাকির হোসেন, শামীম মিয়া, ইব্রাহিম মিয়া, সফিকুল ইসলাম সেতু, জেলা যুবদল নেতা গোলাম মাহবুব, গোলাম কায়ছার ঝলক, মুর্শেদ আলম সাজন, মামুন মিয়া, সফিক, সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ অলিউর রহমান, কাজল মিয়া, শাবাজ মিয়া, মাসুম মিয়া, আল-আমিন, জিন্নত আলী, কুতুব উদ্দিন, বাদশা সিদ্দিকী, রাসেল মিয়া, তারেক মিয়া, মতিউর রহমান, শাহাব উদ্দিন, মোহাম্মদ আলী, ওয়াহিদ মিয়া, সৈয়দ রিয়াজ, জাকির হোসেন, শামীম মিয়া, এস এম মানিক, সুমন মিয়া, মহসিন, নাজমুল হোসেন অলি, রুকন মিয়া, কাজল মিয়া, ইমরান, রবিউল, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হান্নান, জেলা যুবদল নেতা আরব আলী, ইকরাম চৌধুরী।
৩৬নং মামলায় বাদী এসআই রকিবুল হাসান উল্লেখ করেন যে, জিয়া অরফানেজ ট্রস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাজা প্রদান করায় ৮ ফেব্র“য়ারী বিকেল সোয়া ৩ টার দিকে দেশীয় অস্ত্র লাঠি-সোটা, রড, ইটপাটকেলসহ শায়েস্তানগর ঈদগা এলাকা থেকে মিছিল নিয়ে আসামীরা ২নং পুল এলাকায় রাস্তায় একত্রিত হয়ে পুলিশের সরকারী কাজে বাধা প্রদান সহ বিশৃংখলা সৃষ্টি করলে তাদের মৌখিকভাবে নিষেধ করা হয়। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নানের নির্দেশে আসামীরা অতর্কিতে পুলিশকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন লোহার রড দিয়ে বাদ এসআই রকিবুল হাসানের মাথায় আঘাত করে। এ সময় তিনি হাত দিয়ে ফেরালে ডান হাতে হাড়ভাঙ্গা জখম হয়। ১নং আসামী জাকির ও ১৬ নং আসামী জেলা ছাদ্রল সভাপতি এমদাদুল হক ইমরান লাটি দিয়ে বাইরাইয়া বাম হাত ও কোমরে লীলাফোলা জখম করে। ২নং আসামী শামীম লোহার রড দিয়ে আঘাত করলে এসআই নাজমুল ইসলাম মাথায় আঘাতপ্রাপ্ত হন। ৮নং আসামী জেলা ছাত্রদলের সেক্রেটারী রুবেল চৌধুরী রড দিয়ে বারি দিয়ে পায়ে এবং মুর্শেদ আলম সাজন লাটি দিয়ে বাইরাইয়া পিঠে জখম করে। ৩নং আসামী ইব্রাহীম রড দিয়ে এসআই মফিজুল ইসলামের মাথায় আঘাত করে। ৪নং আসামী এস এম মানিক সহ অপরাপর আসামীরা ইটপাটকেল, লাঠি-সোঠা দিয়ে এলোপাতারি আঘাত করলে জান মাল, সরকারী সম্পত্তি ও জনসাধারণের জান-মাল রক্ষার্থে ৮টি টিয়ারসেল ও ১৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে আসামীরা ছত্রভঙ্গ হয়ে পালানের সময় ৪ জনকে গ্রেফতার করা হয়।
৩৫নং মামলার বাদী এসআই মোঃ কামামল হোসেন উল্লেখ করেন যে, জিয়া অরফানেজ ট্রস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাজা প্রদান করায় বিকেল আড়াইটার দিকে শহরের শায়েস্তানগরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র জি কে গউছের বাসার সামন থেকে আসামীরা দেশীয় অস্ত্র লাঠি-সোটা, রড, ইটপাটকেলসহ শায়েস্তানগর পুরান কাপড়ের মার্কেটের সামনে একত্রিত হয়ে পুলিশের সরকারী কাজে বাধা প্রদান সহ বিশৃংখলা সৃষ্টি করলে তাদের মৌখিকভাবে নিষেধ করা হয়। এ সময় পৌর বিএনপির আহ্বায়ক পৌর কাউন্সিলর আবুল হাসেম ও জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল এর হুকুমে পুলিশকে হত্যার উদ্দেশ্যে অতর্কিতে হামলা চালানো হয়। এ সময় ৪নং আসামী পৌর বিএনপির আহ্বায়ক পৌর কাউন্সিলর আবুল হাসেম লোহার রড দিয়ে বারি দিলে বাদী এসআই কামাল হোসেনের মাথায় আঘাত প্রাপ্ত হন। ৭নং আসামী জেলা চাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরান লাঠি দিয়ে আঘাত করলে বাদী কোমরে আগাত পান, ১০নং আসামী কেন্দ্রীয় যুবদলের সদস্য মহিবুল ইসলাম শাহীন ও ১৬ নং আসামী গোলাম কায়সার ঝলকের ইটের আঘাতে বাদী পায়ে আঘাতপ্রাপ্ত হন। ৯নং আসামী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ রিংগন এএসআই আতোয়ার হোসেনকে মাথায় আঘাত করে। অপরাপর আসামীরা ইটপাটকেল, লাঠি-সোঠা দিয়ে এলোপাতারি আঘাত করলে জান মাল, সরকারী সম্পত্তি ও জনসাধারণের জান-মাল রক্ষার্থে ৪টি টিয়ারসেল ও ২৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে আসামীরা ছত্রভঙ্গ হয়ে পালানের সময় ২ জনকে গ্রেফতার করা হয়।
অপর দিকে লাখাই প্রতিনিধি জানান : লাখাই থানায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং ৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি জানান : শায়েস্তাগঞ্জ থানায় ৪৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন
জেলাগেয়েন্দা শাখা থেকে জানানো হয়েছে রায়কে ঘিরে পুলিশের সাথে সংঘর্ষ এবং সহিংসতার সাথে জড়িত থাকার অভিযোগে জেলার উপজেলা ও স্থান থেকে মোট ১২জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ সদরের ছাড়িপুর গ্রামের ফুল মিয়ার ছেলে বিএনপি সমর্থিত মোঃ কাউছার মিয়া (২৬), সুলতান মাহমুদপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২২), হবিগঞ্জ শহরের কালিগাছ তলা এলাকার লাল মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫), লামাপৈল গ্রামের রফিক আলীর ছেলে শামীম মিয়া (১৮), একই গ্রামের মঞ্জব আলীর ছেলে ইব্রাহিম মিয়া (১৮), নাজিরপুর গ্রামের হাজী আব্দুল জব্বারের ছেলে এসএম মানিক (৪২), বানিয়াচংয়ের মায়াপুর গ্রামের এসএম আলী আক্কাছ এর ছেলে যুবদল নেতা এসএম জহিরুল ইসলাম (৩২), একই উপজেলার মিয়াখানী গ্রামের মৃত আদালত আলী খানের ছেলে আমজদ আলী খাঁন (৪৫), কামালখানী গ্রামের আইয়ুব আলীর ছেলে মকছুদ মিয়া (৩০), লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের আব্দুল কাদিরের ছেলে বিল্লাল মিয়া (৩৫), একই উপজেলার সিংহগ্রামের সাজু মিয়ার ছেলে মাহবুব আলম মালু (২৮) এবং নবীগঞ্জ শহরের ওসমানী রোড এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মৌলদ হোসেন (২৫)। গত বৃহস্পতিবার থেকে গতকাল শুক্রবার বিকেলে এ রিপোর্ট লিখা পর্যন্ত উল্লেখিতদের গ্রেফতার হয় বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।