পাবেল খান চৌধুরী ॥ আজ অনুষ্টিত হচ্ছে বহুল প্রত্যাশিত হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন। আর সম্মেলকে ঘিরে সম্ভাব্য পদপ্রত্যাশীরা ধরনা দিচ্ছেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে। তাই সম্মেলনকে সামনে রেখে নতুন নেতৃত্বে আসার জন্য জোর লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক প্রার্থীরা। আজ সকাল ১০টায় হবিগঞ্জ পৌরসভা মাঠে বর্ণাঢ্য আয়োজনে অত্যন্ত সংগঠিত এই ছাত্র সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে সম্মেলন অনুষ্ঠানকে সফল করতে কাজ করে যাচ্ছেন জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন স্থানে তোড়ন, ব্যানার এবং ফেস্টুনে ছেয়ে গেছে শহর ও এর আশপাশের এলাকা। এই সম্মেলনকে ঘিরে জেলা ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন উপজেলা নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
এর পুর্বে ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলনের ২ দিন পর প্রেস রিলিজের মাধ্যমে ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরীকে সভাপতি, সাইদুর রহমান ও কায়েস চৌধুরীকে সহ-সভাপতি, মুকিদুল ইসলাম মুকিদকে সাধারণ সম্পাদক, মাহবুবুর রহমান সানিকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিবুর রহমান মাহিকে সাংগঠনিক সম্পাদক করে ৬ সদস্যের কমিটি অনুমোদন করে কেন্দ্র। এর প্রায় তিন বছর পর ২০১৭ সালের ৩০ জুলাই ৫৩ জনকে সহ-সভাপতি করে ২১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। তবে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মাত্র ৬ মাসের মধ্যেই আজ ১০ ফেব্র“য়ারী সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ইতোমধ্যেই সম্মেলনের আয়োজন সম্পন্ন করেছে জেলা ছাত্রলীগ।
এতে প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এছাড়াও বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হাবিুবর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক নওশেদ উদ্দিন সুজন, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়, গণ-শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আনিসুল ইসলাম জুয়েল, উপ-মানব সম্পদ বিষয়ক সম্পাদক জহির আহমেদ খান, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের জিয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি ইউনুফ উদ্দিন খানসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
এদিকে সম্মেলনকে সামনে রেখে ইতোমধ্যেই নিজেদের প্রার্থীতা জানান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ ব্যানার ফেস্টুন সাঠিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন। জেলাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে করছেন জোর লবিং। এ অবস্থায় কে হচ্ছেন আগামী দিনে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদক।
সভাপতি পদে আলোচনায় রয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক কায়েস চৌধুরী, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সানি, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান কমিটির ১ম সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এস এম শামীম, সহ-সভাপতি ও বৃন্দাবন কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষযক সম্পাদক ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মুকুল, বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আফরোজ আহমেদ, বৃন্দাবন কলেজের সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ।
সাধারণ সম্পাদক পদে রয়েছেন বর্তমান যুগ্ম সাধারণ অলিউর রহমান শাহীন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পলাশ, জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী, জেলা ছাত্রলীগের আইন সম্পাদক সাইম রহমান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুফাচ্ছির রায়হান মুফতি, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ পারভেজ, বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সভাপতি কিবরিয়া রহমান। এছাড়াও আরো একাধিক নেতাকর্মী সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হিসেবে মাঠে প্রচারণ চালিয়ে যাচ্ছেন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী এবং সম্মেলন পরিচালনা করবেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ।