স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাইকপাড়া রেলগেইট থেকে সৈয়দপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। শুক্রবার বিকালে সরকারি কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুরুব্বীয়ানকে সাথে নিয়ে তিনি এই উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীতে এলাকাবাসী আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। সদর উপজেলা প্রকৌশলী ওবায়দুল বাশার জানান, ৩৫ লাখ টাকা ব্যয়ে ওই সড়কটির উন্নয়ন কাজ করছে এলজিইডি। জনসভায় এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার উন্নয়ন কাজে বিশ^াসী আর বিএনপি-জামায়াত দুর্নীতির মাধ্যমে দেশের সম্পদ লুটপাট করে, এটা বাংলাদেশসহ আন্তর্জাতিক আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগকে বিজয়ী করার অনুরোধ জানান। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকাকে বিজয়ী করার আহবান জানালে উপস্থিত জনতা হাত তুলে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী সরদারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মুক্তার হোসেন, হাজী ইনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য করিম সরদার, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক কবির মিয়া, মহিলা মেম্বার পান্না ইসহাক, রাবেয়া বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জলফু মিয়া, সদস্য সচিব ইসহাক আলী সেবন, যুগ্ম আহবায়ক লেচু মিয়া, ফরিদ মিয়া, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব নাসিমা বেগম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর মিয়া, সদস্য সচিব রতন তালুকদার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তপু মিয়া, সহ সভাপতি তপু মিয়া, ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক নোয়াব আলী, ছাত্রলীগ নেতা উদয়, পাভেল, শামীম, খোকন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফখরুল হামিদ। এছাড়াও বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন।