বানিয়াচং থেকে মখলিছ মিয়া জানান : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বানিয়াচংয়ে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমদসহ আড়াইশ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। গতকাল বানিয়াচং থানার এসআই বাবুল সিংহ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির আহবায়ক মুজিবুল হোসেন মারুফ, ১নং যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন বকুল, সাবেক সাধারণ সম্পাদক ও ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, বিএনপি নেতা খালেদ হোসাইন, মহিবুর রহমান বাবলু, ছাত্রদল নেতা সোহেল আহমদ, মোবাশ্বির আহমদ মজনু, শরীফ উদ্দিন ঠাকুর, সৈয়দ দিহানসহ ৩০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২শ ৫০ জন নেতা-কর্মীকে এ মামলায় আসামী করা হয়েছে। এদিকে গত বৃহস্পতিবারে বিএনপির মিছিল থেকে আটক ৩ কর্মীকে গতকাল কারাগারে প্রেরণ করা হয়েছে।