প্রেস বিজ্ঞপ্তি ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জেও বিএনপি-জামায়াতের চোরাগুপ্তা হামলা ও সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা যুবলীগ। গতকাল বিকাল ৪টায় আনোয়ারপুর বাইপাস রোড ও শহরের আরডি হল প্রাঙ্গণে এই প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা মঈনউদ্দিন চৌধুরী সুমনের পরিচালনায় উক্ত বিক্ষোভ মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অনুপ কমুার দেব মনা ও জেল যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ ও জেলা যুবলীগ নেতা শাহ আলম সিদ্দিকী। এতে জেলা আওয়ামী লীগের সদস্য শঙ্কশুভ্র রায়, জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক, শাহ মোঃ আরজু, সজল রায়, শওকত আকবর সোহেল, হাজী শামছু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, আব্দুল হাকিম, বিপুল রায়, ডাঃ পিন্টু আচার্য্য, মোঃ বদরুল আলম, সেফাল বনিক, শেখ নুর হোসেন, শাহরিয়া চৌধুরী সুমন, মহিউদ্দিন সোহেল, সোহেল আফজাল, আলম মিয়া, সবুজ আহমেদ, কামাল আহমেদ, ধ্র“বজ্যোতি দাস টিটু, শহিদুল আলম চৌধুরী মুহিন, নিজাম উদ্দিন শরিফ জনি, শান্তনু দাস অলক, ইমতিহাজ জাহান শাওন,সেলিম আহমেদ, নাজু, আশরাফ উদ্দিন, সেলিম মিয়া, দিলুয়ার খান, এম এ মামুন, আবুল কাসেম রুবেল, জুয়েল রহমান, শিমূল আহমেদ, রাহুল দাস গুপ্ত, মেহেদী হাসান ফাহিম, তাজুল ইসলাম, আব্দুল কাইয়ুম , জিলু মিয়া, মনা মিয়া, সেকুল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির রায়ে প্রমাণ হয়েছে বাংলাদেশে আইনের সুষ্ঠু প্রয়োগ হচ্ছে। বিএনপি-জামায়াত এই রায়ের প্রতিবাদের নাম করে সারাদেশে সন্ত্রাসী হামলা চালিয়ে দেশের জনগণকে হয়রাণী করার চেষ্টায় লিপ্ত রয়েছে। এ ব্যাপারে দেশরতœ শেখ হাসিনার ভ্যানগার্ড আওয়ামী যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে থেকে সন্ত্রাস-নৈরাজ্যকে প্রতিহত করার আহবান জানান তিনি।