স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের সাথে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে গোপায়া বাজার প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মরতুজ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মো. মামুন, চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অ্যাডঃ আবুল কালাম, তাজুল ইসলাম বাচ্চু, ইকবাল হোসেন ভূইয়া, আবু সাইদ, ময়না মিয়া, তৈয়ব আলী, আব্দুল কাদির, আহমদ আলী, মো. আক্তার হোসাইন, রেজাউল করিম, আব্দুল করিম টেনু, আব্দুল মতিন মেম্বার, আব্দুল জলিল, কামাল মিয়া প্রমুখ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ প্রতিটি ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক ও এলাকার মুরব্বিগণ। বক্তারা বলেন, আগামী সদর উপজেলা নির্বাচনে মোতাচ্ছিরুল ইসলামকে নির্বাচিত করে এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরের হাতকে শক্তিশালী করতে হবে। পরে চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম ইসলাম রায়ধর, আলাপুর, যাত্রা বড়বাড়ী, কটিয়াদি, শায়েস্তাগঞ্জ এলাকার বিভিন্ন গ্রামের মানুষের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।