স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আজ শুক্রবার থেকে বর্ণাঢ্য আয়োজনে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। মেলা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সার্কিট হাউজ হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মনীষ চাকমা সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নুরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাবান মিয়া উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌছে দেয়ার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমুহ কাজ করছে। এসব কার্যক্রম বিষয়ভিত্তিক প্যাভিলিয়নের মাধ্যমে প্রদর্শন এবং জেলা ব্রান্ডিং এর চিত্র ফুটিয়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা ও পৃষ্টপোষকতায় এ মেলার আয়োজন। আজ বিকেল ৩ টায় জেলা প্রশাসনের নিমতলায় মেলা উদ্বোধন করা হবে। ৯ ও ১০ ফেব্র“য়ারি সকাল ১০টা থেকে মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।