নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার ১৫ ইউনিয়নের চেয়ারম্যান ও দুই উপজেলা ভাইস চেয়ারম্যানের সাথে হবিগঞ্জের জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।
আজ সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়েছে। সভায় বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিউল আলম উপস্থিত থাকবেন। বিগত ৩ মাস ধরে বানিয়াচং উপজেলার ১৫ ইউপি চেয়ারম্যান ও দুই উপজেলা ভাইস চেয়ারম্যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফীনের ঘুষ, দূর্নীতি ও অসদাচরণের প্রতিকার ও অপসারনের দাবী এবং উপজেলা উন্নয়ন সমন্বয়হীনতার প্রতিবাদে উন্নয়ন সমন্বয় কমিটির ৩ সভা বর্জন করে আসছেন। বানিয়াচং উপজেলার অচলাবস্থার বিষয়টি জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের নজরে আসলে তিনি এ মতবিনিময় সভার আহবান করেন।