লাখাই প্রতিনিধি ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে লাখাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল থেকে ২জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায় ঘোষণার পর বিকেল ৩টার দিকে বুল্লা বাজারে মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং ২জনকে আটক করে। আটককৃতরা হলেন, সিংহগ্রামের মালু মিয়া ও পূর্ব বুল্লা গ্রামের বিলাল আহমেদ। এছাড়া লাখাইয়ে বড় ধরণের কোন অঘটন ঘটেনি।