মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বানিয়াচংয়ে পুলিশ-বিএনপি সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের লাটিচার্জে বিএনপির উপজেলা আহ্বায়ক এবং ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিনসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৩জনসহ মোট ৪জনকে আটক করে পুলিশ।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ রায়কে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার বানিয়াচংয়ে এক ধরণের থমথমে অবস্থা বিরাজ করছিল। রায় ঘোষণার পরপরই বিএনপির কেন্দ্রীয় নেতা ডা: সাখাওয়াত হাসান জীবনের বাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বড় বাজার পৌছুলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ লাটিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের এই লাটিচার্জে অন্তত ১০জন আহত হয়। এ সময় মাতাপুর গ্রামের ছাত্রদল নেতা এসএম জহিরুল ইসলাম, কামালখানি গ্রামের কৃষকদল নেতা মকসুদ মিয়া, মিয়াখানী গ্রামের বিএনপি নেতা আজমত আলী এবং শরীফখানী গ্রামের আবুল কালামকে আটক করে পুলিশ।
এছাড়া বিএনপি নেতাকর্মীরা নতুন বাজার এবং গার্লস হাইস্কুলের সামনে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরাও সক্রিয় ছিল। সকাল থেকে তারা বিভিন্ন স্থানে অবস্থান নেয়। তবে তাদের সাথে বিএনপির কোন অপ্রীতিকরা ঘটনা ঘটেনি।