শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৫ বছর ও তারেক রহমান সহ অপর ৫ আসামীর ১০ বছর কারাদণ্ড রায়ের ঘোষণাকে কেন্দ্র করে শায়েস্তাগঞ্জে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
রায় ঘোষণার পর বেলা ৩টার দিকে বাল্লা রেলগেইট এলাকা থেকে বিএনপির নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ষ্টেশন রোডের দিকে রওয়ানা দেয়। মিছিলটি দাউদনগর বাজার এলাকায় পৌছুলে সেখানে পূর্ব থেকে অবস্থান নেয়া আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের সাথে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বেশকিছু সময় ধাওয়া পাল্টা ধাওয়া চলার পর পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোন পরিস্থিতি মোকাবেলায় শহরে রেল ষ্টেশন ও মহাসড়ক এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। বিকাল ৪টার দিকে আওয়ামীলীগের নেতাকর্মীরা রেলওয়ে পার্কিং এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করে।