চুনারুঘাট প্রতিনিধি ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছর ও তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর কারাদণ্ডের রায় ঘোষণার পরপরই চুনারুঘাট পৌরশহরে মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশ মিছিলে বাধা দিলে মিছিলকারীদের সাথে বাকবিতন্ডা হয়। এ সময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে নিরাপদ অবস্থান নেয়। সাধারণ মানুষ দিগি¦দিক ছুটাছুটি শুরু করে। একপর্যায়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলটি পণ্ড করে দেয়।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম সামছুর রহমান ভূইয়া জানান, পুলিশ সতর্ক থাকায় বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। গুরত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন আছে।