স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গণপিটুনীতে নিহত হয়েছে এক যুবক। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। গতকাল বুধবার সকাল ১১টার দিকে পুলিশ চান্দপুর চা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে। চুনারুঘাট থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল ভোর ৪টার দিকে ওই লোক চা বাগানের এক ব্যক্তির বাড়িতে গরু চুরি করতে ঢুকলে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় স্থানীয় জনতা জড়ো হয়ে তাকে গণপিটুনি শুরু করে। এক পর্যায়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে।