লাখাই প্রতিনিধি ॥ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মোল্লাকে ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার বিকেলে লাখাই উপজেলার নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় তাজুল ইসলাম মোল্লার নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত গাড়ীতে নির্বাচনী স্টিকার থাকার কারনে তাঁকে ৫ শত টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্বাচনী কাজে ব্যবহৃত কোন যানবাহনেই নির্বাচনী অফিসের পাস না থাকায় উপজেলার সকল প্রার্থীকেই মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। এরপর থেকে গাড়ীর পাস না থাকলে জরিমানা করা হবে” বলে জানানো হয়েছে।