প্রেস বিজ্ঞপ্তি ॥ হৃদয় সদয় ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শচীন্দ্র কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ফরাশ উদ্দীন শরীফী। প্রধান অতিথি ছিলেন দানবীর শিক্ষনুরাগী শচীন্দ্র লাল রায়। বিশেষ অতিথি ছিলেন-শিক্ষা ফাউন্ডেশনের সদস্য আলহাজ্ব উচমান গণি, কলেজের গভর্ণিং বডির সদস্য রাখাল চন্দ্র দাশ, এডভোকেট সুদ্বীপ বিশ্বাস, আব্দাল হোসেন তরফদার। শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব প্রমথ সরকারের পরিচালনায় ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন-সাখাওয়াত হোসেন মুরাদ ও উজ্জল বণিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-শরীর চর্চা শিক্ষক রঞ্জিত কুমার দাস, প্রভাষক রঞ্জু পাল, মিহির রঞ্জন সরকার, লতিফ হোসেন, গৌতম সরকার, আব্দুল আহাদ খান, অনুপমা ভক্ত, সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি, তরিকুল ইসলাম হারুন প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শচীন্দ্র লাল সরকার বলেন-বৃতিাত শুধু আর্থিক সহায়তা নয়, ভাল ফলাফলের প্রেরণা। এর মধ্য দিয়ে একজন ছাত্রছাত্রী নিজেকে সৎ চরিত্রবান সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। অনুষ্ঠান শেষে ৩৭ জন মেধাবী ছাত্রছাত্রীর মধ্যে নগদ এক লাখ টাকা বৃত্তি, সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়। ইতিপূর্বে উক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে নাসিরনগর সিংহগ্রামে অবস্থিত বিজয় লক্ষী স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।