শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজে ইউজিপ-৩ পরিচালকের সন্তোষ প্রকাশ

  • আপডেট টাইম বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প ইউজিআইআইপি’র প্রকল্প পরিচালক এ কে এম রেজাউল ইসলাম হবিগঞ্জ পৌরসভার প্রকল্পকাজ পরিদর্শন করেছেন। তিনি মঙ্গলবার দুপুরে মেয়র আলহাজ্ব জি-কে গউছকে সাথে নিয়ে সাথে নিয়ে পৌরসভার বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পৌর পরিষদ সদস্যবৃন্দের উপস্থিতিতে পৌরসভার মাদার কর্নার, মহিলা ঘাটলা, রাস্তা ও ড্রেনসমূহ নির্মান কাজের বিভিন্ন দিক খতিয়ে দেখেন ইউজিপ-৩ প্রকল্প পরিচালক। পরিদর্শন শেষে এক প্রতিক্রিয়ায় প্রকল্প পরিচালক পৌরসভার চলমান কাজে সন্তোষ প্রকাশ করে বলেন ‘কাজ ভাল হচ্ছে। উন্নয়ন কাজে সরকারের আন্তরিকতা রয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে প্রকল্প এখানে আরো ভাল কাজ করতে চায়।’ এ কে এম রেজাউল প্রকল্পকাজ পরিদর্শন ছাড়াও পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মিত মাদার কর্নার, মহিলা ঘাটলা ইত্যাদি কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে ইউজিপÑ৩ এর চলমান নির্মান প্রকল্প হিসেবে সিনেমা হল রোড, কালীবাড়ি এলাকা, পুরান মুন্সেফী রাস্তা, নাতিরাবাদ বড় ড্রেন, বগলাবাজার, রাজনগর, কালীগাছতলাসহ নানা কাজ পরিদর্শন করেন। কাজগুলোর মান যাচাই করে সন্তোষ প্রকাশ করেন প্রকল্প পরিচালক। এর আগে পৌরভবনে মেয়র আলহাজ্ব জি, কে গউছ ও পৌর পরিষদের অন্যান্য সদস্যের সাথে আলোচনা করেন একেএম রেজাউল ইসলাম। প্রকল্প পরিচালকের হবিগঞ্জ পৌরসভা পরিদর্শনকালে মেয়র আলহাজ্ব জি, কে গউছসহ উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, দীলিপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর ও শেখ মোঃ উম্মেদ আলী শামীম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com