স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প ইউজিআইআইপি’র প্রকল্প পরিচালক এ কে এম রেজাউল ইসলাম হবিগঞ্জ পৌরসভার প্রকল্পকাজ পরিদর্শন করেছেন। তিনি মঙ্গলবার দুপুরে মেয়র আলহাজ্ব জি-কে গউছকে সাথে নিয়ে সাথে নিয়ে পৌরসভার বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পৌর পরিষদ সদস্যবৃন্দের উপস্থিতিতে পৌরসভার মাদার কর্নার, মহিলা ঘাটলা, রাস্তা ও ড্রেনসমূহ নির্মান কাজের বিভিন্ন দিক খতিয়ে দেখেন ইউজিপ-৩ প্রকল্প পরিচালক। পরিদর্শন শেষে এক প্রতিক্রিয়ায় প্রকল্প পরিচালক পৌরসভার চলমান কাজে সন্তোষ প্রকাশ করে বলেন ‘কাজ ভাল হচ্ছে। উন্নয়ন কাজে সরকারের আন্তরিকতা রয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে প্রকল্প এখানে আরো ভাল কাজ করতে চায়।’ এ কে এম রেজাউল প্রকল্পকাজ পরিদর্শন ছাড়াও পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মিত মাদার কর্নার, মহিলা ঘাটলা ইত্যাদি কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে ইউজিপÑ৩ এর চলমান নির্মান প্রকল্প হিসেবে সিনেমা হল রোড, কালীবাড়ি এলাকা, পুরান মুন্সেফী রাস্তা, নাতিরাবাদ বড় ড্রেন, বগলাবাজার, রাজনগর, কালীগাছতলাসহ নানা কাজ পরিদর্শন করেন। কাজগুলোর মান যাচাই করে সন্তোষ প্রকাশ করেন প্রকল্প পরিচালক। এর আগে পৌরভবনে মেয়র আলহাজ্ব জি, কে গউছ ও পৌর পরিষদের অন্যান্য সদস্যের সাথে আলোচনা করেন একেএম রেজাউল ইসলাম। প্রকল্প পরিচালকের হবিগঞ্জ পৌরসভা পরিদর্শনকালে মেয়র আলহাজ্ব জি, কে গউছসহ উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, দীলিপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর ও শেখ মোঃ উম্মেদ আলী শামীম।