প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রতিবছরের মতো গতকাল নবীগঞ্জ উপজেলার চৌকি বাউশার আধ্যাত্মিক সাধক হযরত শাহ ইউনুস উদ্দিন পীর (রহঃ)’র বাৎসরিক পবিত্র ওরছ মোবারক অনুষ্ঠিত হয়েছে। হযরত শাহজালাল (রহঃ) এর অন্যতম সফরসঙ্গী আধ্যাত্মিক সাধক হযরত শাহ ইউনুস উদ্দিন পীর (রহঃ) এর বাৎসরিক ওরস মোবারক খতমে কোরআন শরীফ, খতমে বোখারীশরীফ, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল ও যিকির আসকারের মধ্য দিয়ে বাউসা পীরবাড়ী মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। লন্ডন প্রবাসি সমাজ সেবক মাজার কমিটির পরিচালক ও রওশন রেজা এম্পায়ারের স্বত্ত্বাধিকারী শাহ হাবিবুর রহমান বেলায়েতের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ, দুলচাতল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইলিয়াছ আলী, কাজীর বাজার মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা সামছুল হক, আনগাও মাদ্রাসার সুপারিনটেনডেন্ড আব্দুর শহীদ, মুকিমপুর আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা এম এ জলিল, শাহ সায়েদা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ড কাজী মাওলানা মাহবুব আহমেদ, কাজী শাহ মাওলানা মহিউদ্দিন নূরী, সমাজসেবক শাহ ফারুক প্রমুখ। সভা পরিচালনা করেন আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক হযরত মাওলানা কাজী হাসান আলী। এ সময় বক্তারা বলেন, আল্লাহর ওলিগণ এ পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। তাদের জীবনকে অনুসরণ করলে মানুষ সঠিক রাস্তায় চলতে পারবে। ওরস মোবারককে কেন্দ্র করে মাঝার প্রাঙ্গনে আয়োজিত হয় এক মেলার। অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গনে পরিবেশিত হয় মরমী সংগীত। সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে ওরছ মোবারক ও ওয়াজ মাহফিল চলে সারা রাত ব্যাপী। দোয়া মাহফিলের পর বিতরণ করা হয় শিরনী। লন্ডন প্রবাসি সমাজ সেবক মাজার কমিটি পরিচালক শাহ হাবিবুর রহমান বেলায়েত বলেন প্রতিবছর হযরত শাহ ইউনুস পীর (রহঃ)-এর ইছালে ছোয়াব উপলক্ষে এ আয়োজন করা হয়।