বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে উপজেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নুরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নোমান, সহকারি শিক্ষক শরিফুল ইসলাম, ডিএনআইর সহকারি শিক্ষক আবুল ফজল, মিল্টন বিশ্বাস, ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ছানাউল্লাহ প্রমুখ। প্রস্তুতি সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলাকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি করা হয়। এ মেলায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা অংশগ্রহণ করবে। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন বলেন, আগামি ২৫, ২৬ ও ২৭ ফেব্র“য়ারি ৩ দিনব্যাপি এ মেলা অনুষ্ঠিত হবে।