নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামে স্ত্রী’র নামে প্রাইমারী স্কুল প্রতিষ্ঠা করছেন নবীগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুস সহিদ ওরপে সাহিদ মিয়া। গ্রামবাসীর দাবির প্রেক্ষিতে কোমলমতি ছেলে-মেয়েদের শিক্ষা ব্যবস্থার সুযোগ-সুবিধার্থে উক্ত স্কুল স্থাপনের উদ্যোগ নেন তিনি। গতকাল সোমবার দুপুরে আনমনু গ্রামে ৪ কক্ষ বিশিষ্ট টিন সেটের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। জাহানারা-ফেরদৌসী প্রাইমারী স্কুলের নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজ সেবক সাহিদ মিয়ার গর্বিত মাতা লাল বান বিবি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্টাতা আব্দুস সহিদ (সাহিদ মিয়া), তার সহধর্মীনি জাহানারা বেগম, ফেরদৌসি সুলতানা, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক. পৌর সভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, বিশিষ্ট মুরুব্বী হাজী লাল মিয়া, আকাশ উদ্দিন, রাজা মিয়া, জমাদার মিয়া, মরম আলী, রাজু মিয়া, কুদরত আলী, আব্দুল মন্নান, জান্নাত ফাহিমা প্রমুখ। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, শহরতলীর আনমনু গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুস সহিদ সাহিদ মিয়া ইতিপূর্বে নবীগঞ্জের আউশকান্দি র.প হাইস্কুলে একটি ভবন নির্মাণ, নবীগঞ্জ-বানিয়াচং সড়কে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে ভূমিদান, নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদান, আরমান একাডেমীতে ভূমিদানসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। বর্তমানে ৪ কক্ষ বিশিষ্ট একটি টিন সেটের ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। পরবর্তীতে বিল্ডিং করে দেয়ার প্রতিশ্র“তি দেন তিনি।