মোঃ রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা সদরের টিএনসি ব্রীক ফিল্ডের দক্ষিণ পাশ্বে বোয়ালিয়া নদীর পাড় থেকে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা মূল্যের ১৫৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আছাদুদ-জামান চৌধুরী জানান, গোপন সূত্রে খবর পেয়ে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির নায়েক সুবেদার লোকমান হাকিমের নেতৃত্বে বিজিবি’র একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।