স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে আয়মনা খাতুন (২) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের সুবেদ খানের কন্যা। গতকাল সোমবার সকালে বাড়ির পাশে উঠানে খেলতে গিয়ে সে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।