মোঃ রিফাতউদ্দিন, মাধবপুর থেকে ॥ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিলেট মাজার জিয়ারতে যাওয়ার পথে বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার মাধবপুরে বিভিন্ন পথে কয়েক হাজার নেতাকর্মী মহাসড়কের দুপাশে পেষ্টুন, ব্যানার হাতে দাঁড়িয়ে স্বাগত ও শুভেচ্ছা জানায়। বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদর সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় ও দলীয় নেত্রীকে স্বাগত জানাতে খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, আমার নেত্রী আমার মা বন্দী হতে দেব না সহ বিভিন্ন শ্লেগানে মুখরিত ছিল নেতাকর্মীরা। এ সময় বেগম জিয়া ও তার সাথে থাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাড়ির ভিতর থেকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানায়। এ সময় পুলিশ সর্তক অবস্থান নিয়ে টহল দেয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতংকও দেখা দেয়। দুপুর ১টা ১৮ মিনিটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শতাধিক গাড়িবহর নিয়ে মাধবপুর উপজেলা সদরে প্রবেশ করে। উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যন সৈয়দ মোঃ শাহজাহানের নেতৃত্বে নেতাকর্মীরা দলীয় নেত্রীকে স্বাগত জানান। এসময় উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী মাষ্টার, সাধারন সম্পাদক সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির আহবায়ক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান সুফিয়া আকতার হেলেন, হাজী অলিউল্লাহ, আরজু মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি, বিএনপি নেতা মাহবুবুর রহমান সোহাগ, সামসুল ইসলাম মামুন, হাজী মাসুক রহমান, সুমন চৌধুরী, যুবদলের সভাপতি এনায়েত উল্লাহ পৌর যুবদলের সভাপতি হাজী ফিরোজ, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ সোহেল, ব্রাহ্মনবাড়ী সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজ শাখার সহসভাপতি জুলহাসউদ্দিন রিংকু, সাইফুল জাহান রনি, ছাত্রদলের সভাপতি ইকরাম মির্জা, সাধারণ সম্পাদক মারুফ মিয়া, পৌর ছাত্রদলের আহবায়বক আলমগীর কবির যুগ্ম আহবায়ক জসিম শিকদার, আফজাল মিয়ামহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার হারিয়া, আন্দিউড়া, মুক্তিযোদ্ধা চত্ত্বর, সাহেব বাড়ী গেইট, রতনপুর ও শাহজীবাজার মাজার গেইটে সহ বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা বেগম জিয়াকে স্বাগত জানায়। এ সময় নেতাকর্মীদের বেশ উজ্জীবিত দেখা যায়। বেগম জিয়া সিলেট যাওয়ার পথে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা বাধার মুখে পড়েনি।