শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৫ টায় শ্রীমঙ্গল মতিগঞ্জ বাজারে ঘটনাটি ঘটে। নিহত শাহজাহান উপজেলার সাতগাঁও ইউনিয়নের মাধবপাশা নতুনবাজার গ্রামের সায়েদ মিয়ার ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বিকেলে শাহজাহান মতিগঞ্জ বাজারে ক্যাবল সিস্টেম লাইন মেরামত এর কাজ করতে গিয়ে বিদ্যুতের তারের সাথে স্পর্শ হয় এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌছায়। শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ারম্যান মোঃ ফরহাদ মিয়া জানান, ছেলেটি মাটিতে পড়া অবস্থায় গায়ে আগুনের ধোয়া দেখা যাচ্ছিল ফায়ার সার্ভিসের লোকজন পানি দেন এবং শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেন।