স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গুমগুমিয়া গ্রামে রাবেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধ মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী। গত শনিবার সন্ধ্যা ৭টায় বাড়ির পার্শ্ববর্তী আমগাছে রাবেয়া বেগম ওরফে ভানুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানায় খবর দেয়। এসআই ফিরোজ আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে এর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয় লোকজন জানান, কিছুদিন ধরে রাবেয়া বেগমের সাথে তার পরিবারের লোকজনের মনোমালিন্য চলে আসছিল। রবিবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়। এ বিষয়ে ওই এসআই জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।