স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে টমটম থেকে পড়ে ইসমাইল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি লাখাই উপজেলার বামৈ গ্রামে। গতকাল সকাল ১০ টার দিকে ওই সড়কের মুড়াকুড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ইসমাইল মিয়া সহ কয়েকজন যাত্রী টমটমযোগে নাসিরনগরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। টমটমটি উল্লেখিত স্থানে পৌছুলে চালক আকস্মিক এ সময় ইসমাইল মিয়া টমটম থেকে সড়কে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। সাথে সাথে তাকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।