শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

সাতছড়ির বনে অস্ত্রের সন্ধানে র‌্যাবের অভিযান

  • আপডেট টাইম শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় র‌্যাব-৯ আবারো অস্ত্র উদ্ধারে নেমেছে। চুনারুঘাট থানার ওসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অস্ত্র উদ্ধার হয়েছে কি-না তা তিনি জানেননা বলে জানান। তবে গোপন র‌্যাব গোয়েন্দা শাখার দেয়া তথ্য অনুযায়ী র‌্যাব-৯ এর সদস্যরা ২/৩ দিন ধরে সাতছড়ি এলাকায় অস্ত্রের সন্ধান চালিয়ে যাচ্ছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে সাতছড়িতে র‌্যাব এর পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে।
উল্লেখ্য, ২০১৪ সনের ৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত র‌্যাব-৯ এর সদস্যরা সাতছড়িতে অভিযান চালিয়ে পাহাড়ের গহীন অরন্য ও ত্রিপরা পল্লীতে ৯টি ব্যাংকার আবিস্কার করে। ওই সব ব্যাংকারের ২টি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে ছিল ১টি রকেট লঞ্চার, ২২২টি কামান বিধ্বংসী রকেট, ২৪৮টি রকেট চার্জার, ৪টি ৭.৬২ মিলিমিটার মেশিন গান, ওই মেশিনগানের অতিরিক্ত ব্যারেল ৫টি, ১২.৭ মিলিমিটার গুলি ১৩শ’ ২০টি, ৭.৬২ মিলিমিটার গুলি ১১ হাজার ৬৬৭টি, ১৯টি ম্যাগজিন, ১৩টি এমজি এমনেশন বক্স, ৪০৪টি ওয়েল ক্যান, ২টি বেল্ট ও আগ্নেয়াস্ত্র পরিষ্কারক ল্যান্সিড ওয়েল, ৪৬ আইএসও ভিসকো সিটি গ্রেট। ১৯ জুন আনুষ্ঠানিক ভাবে অভিযান স্থগিত করা হয়। এর ২ মাস ১০ দিন পর ২৯ আগষ্ট র‌্যাব পুনরায় সাতছড়ি এলাকায় অভিযান শুরু করে। ২ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন অভিযান চালিয়ে ৯টি এসএমজি, ১টি এসএমসি, ১টি বেটাগান, ১টি সেভেন পয়েন্ট সিক্স টু অটো রাইফেল, ৬টি এসএলআর, ২টি এলএমজি, ১টি স্পাইনার টেলিস্কোপ সাইড এবং ২ হাজার ৪শ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com