এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় গ্যাস চালিত বাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কয়েক যাত্রী। নিহত চালকের নাম বিল্লাল হোসেন (৩০)। তিনি সিলেটের গোপালগঞ্জ থানার বলাকপৈল গ্রামের রতম উল্লার ছেলে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামকস্থানে মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা-মেট্রো-ব-১১-০৬৮২) অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মিতালী পরিবহনের বাসটি ওই স্থানে পৌছুলে চলন্ত অবস্থায় এর পেছন দিকে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহূর্তে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে মারা যান বাস চালক। এদিকে আগুন লাগার সাথে সাথে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। কেউ কেউ জানালা দিয়ে আবার কেউ দরজা দিয়ে যে যেভাবে পারেন নিজের জান নিয়ে বাস থেকে নেমে রক্ষা পান। এতে ১০ যাত্রী আহত হন। তবে সবার মালামালই আগুনে পুড়ে গেছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানা পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করি, নিহত চালক বিল্লাল হোসেন প্রকৃত চালক নয়, সে হেলপার হয়ে গাড়ী চালিয়ে আসছিল।
এদিকে স্থানীয় লোকদের অভিযোগ, হাইওয়ে পুলিশ চেকপোষ্ট বসিয়ে ট্রাককে ধাওয়া করলে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ঘন কুয়াশার কারণে সামনে থাকা বাসটিকে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। এই অভিযোগ প্রত্যাখান করে হাইওয়ে পুলিশের এসআই নজরুল ইসলাম বলেন, এ সময় ঘটনাস্থলে পুলিশের কোন চেকপোষ্ট ছিলনা আর ধাওয়ার কোন ঘটনা ঘটেনি।