আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের আহত হয়েছে ১০ জন। আশংখাজনক অবস্থায় ২ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। গ্রামবাসী সূত্রে জানায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল আজিজ মিয়ার ৬ বছরের শিশু ছেলে একই এলাকার গ্রাম্য দোকানদার অনু সূত্রধর (৪৫) এর পান সিগারেটের দোকান থেকে বেশ কিছুদিন যাবৎ লটারি যুক্ত পণ্য কিনে নিচ্ছিল। গ্রামের অন্যান্য লোকজন পণ্য যুক্ত জিনিষ কিনে লটারিতে নানা জিনিষ পেলেও ওই শিশু ক্রেতার ভাগ্যে মনমত কোন লটারিই লাগেনি। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সকাল অনুমানিক সাড়ে ৯ টায় ওই শিশু আবারও পণ্য কিনে, কিন্তু লটারিতে কিছুই পায়নি। বিষয়টি ওই শিশুর অভিভাবকগন জানতে পারে। পর শিশুর পিতা মোঃ আব্দুল আজিজ মিয়া দোকানদার অনু সূত্রধরের নিকট এসে, লটারি নিয়ে বাক-বিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হলে, খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এস,আই মোঃ নাসিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুঁটে এসে উভয়পক্ষকে শান্ত করে দিয়ে চলে যান। এ খবর স্বজনদের মাঝে চাউর হলে, আবারও উভয়পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। আবার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়। এদের মধ্যে আশংখাজনক অবস্থায় অজিত সূত্রধর (৫০) ও মোঃ আজিদ মিয়া (৩০) কে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এ ছাড়া অন্যান্যদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।