প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ৩১ জানুয়ারি বুধবার পৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৈলের কৃতি সন্তান হবিগঞ্জ সদর উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের ৬৮তম জন্মদিন পালিত হয়। পৈল ইউপির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও যুবসম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত জন্মদিন উৎসবে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পৈলের সাবের সালিশ বিচারের সহকর্মী ও মুরুব্বিয়ানদের অংশগ্রহনে এই মিলন মেলায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয় তাঁর হাতে। সভায় বক্তাগন সৈয়দ আহমদুল হককে পৈল তথা সমগ্র হবিগঞ্জের গৌরব হিসেবে আখ্যা দিয়ে নতুন প্রজন্মকে তার আদর্শে উজ্জীবিত হয়ে উদারতা ও মানবিক গুণাবলীতে বলীয়ান হওয়ার আহ্বান জানান। পৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবিদুর রহমান। আলোচনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, নিজামপুর ইউপির চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী মিসবাহুল বারী লিটন, মোঃ লিয়াকত আলী, তোফাজ্জল সোহেল, জালালুদ্দিন রুমী, আনোয়ার আব্দুল্লাহ, শহিদুল ইসলাম লাল মিয়া, হিরাজ মিয়া, হাজী আম্বর আলী, সুরুজ আলী, হাফেজ মোঃ আঃ রহমান, সৈয়দ তোফাজ্জল হোসেন, মতিন মিয়া, মানিক মিয়া, রফিকুল ইসলাম দুদু, শফিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৈলের কৃতি সন্তান সাবেক বিভাগীয় বন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। উক্ত জন্মদিন পালন অনুষ্ঠানে গুনীজন হিসেবে সংবর্ধনা স্মারক তুলে দেয়া হয় পৈলের আরেক কৃতি সন্তান ঢাকাস্থ সালাউদ্দিন হাসপাতাল লিঃ এর পরিচালক ডাঃ দীপক লাল বণিকের হাতে।