মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার বানিয়াচঙ্গে পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৮। এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠ থেকে বিশাল একটি র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ১নং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খালেদ হোসাইন, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা বাবুল চন্দ্র দেব, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী বিপূল ভূষন রায়, মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী, বানিয়াচং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপক চন্দ্র দাস, ১নং ইউপির ৭নং ওয়ার্ড সদস্য মুখলিছুর রহমান প্রমুখ। সন্ধ্যায় স্থানীয় ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ চত্ত্বরে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক নির্মিত নিরাপদ খাদ্য বিষয়ক একটি ভিডিও বড় পর্দায় প্রদর্শন করা হয়।