বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ নূরুল ইসলাম মনিকে আহ্বায়ক ও মাওলানা নূরুল আমীন এবং এম সাজিদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সংগঠনের কার্যালয়ে সভাপতি নূরুল ইসলাম নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম শামছুদ্দিনের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মাওঃ নূরুল আমীন, এম সাজিদুর রহমান, মোঃ নূরুল ইসলাম মনি, ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, পংকজ কান্তি গোপ টিটু, অভিজিৎ ভট্টাচার্য্য, এফ আর হারিছ, আজিজুল হক সানু, আব্দুল হান্নান রেনু, সাইফুর রহমান জুয়েল, মোঃ ইয়াকুত আলী, এম সেলিম আহমেদ আখঞ্জী, আব্দুল মজিদ শেখ, এম এ মজিদ তালুকদার, মইনুল ইসলাম, জালাল উদ্দিন আখঞ্জী, শাহ রাসেল আহমেদ, মোঃ আজিজুল হক সেলিম, মোঃ নজরুল ইসলাম, সোহেল আহমেদ, ইসমাঈল মাহমুদ ফিরোজ, হাফিজুর রহমান মাসুক, হুমায়ুন কবীর, মনিরুল ইসলাম শামিম, সামিউল ইসলাম প্রমুখ।
আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করবে।
এছাড়াও সভায় ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল হান্নান রেনুর চিকিৎসা সহায়তা তহবিল গঠনের জন্য মাওঃ নূরুল আমীনকে আহ্বায়ক করে নূরুল ইসলাম মনি, পংকজ কান্তি গোপ টিটু, সাইফুর রহমান জুয়েল, আব্দুল মজিদ শেখ, এম এ মজিদ তালুকদার, হুয়ায়ুন কবীর, মনিরুল ইসলাম শামিম এবং সামিউল ইসলামকে সদস্য করে অপর একটি কমিটি গঠন করা হয়।