স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের দাউদপুর গ্রামে কৃষক আবুল মিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামীর মধ্যে পিতা-কন্যা ও পুত্রসহ ৪ জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ মাফরোজা পারভীনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। হাজির হওয়া আসামীরা হলো, দাউদপুর গ্রামের মৃত আরফান আলীর পুত্র মর্তুজ আলী (৬০), মর্তুজ আলীর পুত্র ফজলু মিয়া (৩২), ময়নুল হক (২২) ও কন্যা শিফা আক্তার (৩০)। এ মামলার অপর তিন আসামী এখনো পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন খালিকুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরী।
মামলার বিবরণে জানা যায়, দাউদপুর গ্রামের কৃষক মোঃ আবুল মিয়ার সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মর্তুজ মিয়ার বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের মাঝে একাধিক মামলা মোকদ্দমা ছিল। ২০০৮ সালের ২১ জুন বিকেলে আবুল মিয়ার জমির ধান খেয়ে ফেলে মর্তুজ আলীর গরু। আবুল মিয়া গরুটি ধরে খোয়াড়ে দেন। এ নিয়ে মর্তুজ আলী ও আবুল মিয়ার মাঝে বাকবিতন্ডা হয়। উভয়পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আবুল মিয়াসহ অন্যান্যরা আহত হয়। পরে আবুল মিয়া মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই ছাদিক মিয়া বাদি হয়ে ২৩ জুন নবীগঞ্জ থানায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। নবীগঞ্জ থানার তৎকালীন ওসি আলী ফরিদ তদন্ত শেষে আসামী চম্পা বেগমকে বাদ দিয়ে উল্লেখিত ৭ জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৩১ জুন চার্জশিট দাখিল করেন। মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে উল্লেখিত রায় দেন বিচারক মাফরোজা পারভীন।
আদালত সূত্র জানায়, মামলার ৪ আসামী গত ২৪ জানুয়ারি আদালতে হাজিরা দিয়েছিল। কিন্তু রায় ঘোষণার আগ মুহূর্তে রায়ে সাজা হতে পারে এমন আন্দাজ করতে পেরে আসামীরা কাঠগড়ায় না দাঁড়িয়ে পালিয়ে যায়। ওই দিনই আদালত তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।