নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। আহতের নাম সিতার মিয়া (৩২)। তিনি আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে। গত সোমবার সন্ধ্যায় মজলিশপুর গ্রামের পার্শ্ববর্তী সড়কে হামলার ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইতোপূর্বে আহত সিতার মিয়া ও একই গ্রামের আনোয়ার মিয়ার সাথে রাজনৈতিক বিষয়ে তর্ক-বিতর্ক হয়। সোমবার সন্ধ্যায় সিতার মিয়া শেরপুর থেকে বাড়ি ফিরছিলেন। সিতার মিয়া বাড়ির পাশে সড়কে পৌছুলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের প্রতিপক্ষ আনোয়ার মিয়াসহ কতিপয় ব্যক্তি তার উপর হামলা চালায়। এতে আহত হন সিতার মিয়া। পরে তার আর্তচিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় গ্রামে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।